লক্ষীপুরে স্থানীয় পর্যায়ে সেবা পরিবীক্ষণ ও সহজীকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

স্থানীয় পর্যায়ে সেবা বাস্তবায়নের নীতিমালা এবং সেবা পরিবীক্ষণ ও সহজীকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২৭ ডিসেম্বর (সোমবার) দিন ব্যাপি এনআরডিএস এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সকালে কর্মশালা শুভ উদ্বোধনা ঘোষণা করেন জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশফাকুর রহমান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান, বঞ্চিতদের অধিকার প্রকল্প (এনআরডিএস) প্রজেক্ট ম্যানেজার বিপ্লব ভৌমিক, মনিটরিং অফিসার নুরে আলম সিদ্দিকী রণি প্রমুখ।

দিনব্যাপি কর্মশালায় সেবা পক্রিয়া সহজিকরণ, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
এতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী এবং বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top