ময়মনসিংহে ক্লিনফিড ছাড়া চ্যানেল সম্প্রচার না করার দাবিতে স্মারকলিপি

ময়মনসিংহে ক্লিনফিড ছাড়া চ্যানেল সম্প্রচার না করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে
ময়মনসিংহ মাল্টি ক্যাবল সিস্টেম নেতৃবৃন্দ।

সোমবার সকালে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট আয়েশা হক।

এসময় ময়মনসিংহ মাল্টি ক্যাবল সিস্টেমের পরিচালক ফরহাদ আলম, হারুন-অর রশিদ, আউয়াল আলী মিন্টু, সাইফুল ইসলাম রতন, রনজিত কুমার ঘোষসহ পরিচালকগণ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে কয়েকটি উপজেলায় ক্লিনফিড ছাড়াই চ্যানেল সম্প্রচার করায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে ক্লিনফিড ছাড়া চ্যানেল সম্প্রচার বন্ধ করার দাবি জানানো হয়।

Share this post

scroll to top