ময়মনসিংহে জামায়াত পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হুশিয়ারি

ময়মনসিংহে জামায়াত পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হুশিয়ারি দিয়েছেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি।

গত শুক্রবার ( ২৪ নভেম্বর) নিজের অবস্থান স্পষ্ট করে নিজের ফেসবুক টাইম লাইনে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন। পাঠকের জন্য হুবহু পোস্টটি তুলে ধরা হলো-

ছাত্রলীগের দ্বায়িত্ব পেয়েছি শিক্ষার্থীদের অধিকার রক্ষায়,গরিব দুঃখী শিক্ষার্থীদের পাশে থাকা আমার নৈতিক দ্বায়িত্ব ও কর্তব্য।
শিক্ষার্থীদের পাশে থাকতে গিয়ে,অধিকার আদায় করতে গিয়ে যদি দেখি কোন ব্যাক্তি কিংবা প্রতিষ্ঠান প্রতিবন্ধকতা তৈরী করে তা কোন রুপেই আমি বর্ধাস্ত করবো না।

আর এই নগরীতে জামাত বিএনপি দ্বারা পরিচালিত সকল প্রতিষ্ঠান গুলোকে হুশিয়ার করে দিচ্ছি দুস্থ,অসহায় শিক্ষার্থীদের উপর অমানবিক হারে চাপ দিয়ে কেউ শিক্ষা নিয়ে বাণিজ্য করার চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করবো।

নীতি-আদর্শের বাহিরে এক চুল পরিমানও নড়বো না।

Share this post

scroll to top