‘স্বর্গ থেকে এসো হে প্রভু- এসো তুমি সকলের হৃদয় মাঝে’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসীঅধ্যুষিত এলাকাগুলোতে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদযাপিত হয়েছে।
শনিবার সকাল থেকে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।
বড়দিন উপলক্ষ্যে দুর্গাপুর উপজেলায় এবার ৬৮টি গীর্জায় সমবেতভাবে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা, আলোক প্রজ্জ্বালন, কেক কাটা ও ধর্মীয় সঙ্গীত পরিবেশনসহ নানা আয়োজনের মাধ্যমে এ উৎসব উদযাপন করা হয়।
উৎরাইল ক্যাথলিক চার্চের ফাদার এবং বিরিশিরি ব্যাপ্টিষ্ট চার্চের পুরোহিত পাস্টার মাইকেল প্রদীপ বাউল জানান, বড়দিন উপলক্ষ্যে প্রতিটি গীর্জায় সকাল থেকেই দেশ ও জাতির কল্যাণ এবং মহামারি করোনা থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা শেষে সবার মধ্যে বড়দিনের শুভেচ্ছা বিনিময় এবং স্বজনদের মধ্যে উপহার বিতরণ করা হয়।
উপজেলার রানীখং এলাকায় উপহার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ব্যঞ্জন চাম্বুগং।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, ওসি শাহ্ নুর এ আলমসহ খ্রিস্টান ধর্মাবলম্বী গন্যমান্য ব্যক্তিরা ।