সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরি একটি আইনি পদক্ষেপে জিতেছেন। যুক্তরাষ্ট্রের একটি আদালত কানাডার বিমান সংস্থা এয়ার কানাডা এবং জার্মান বিমান সংস্থা লুফথানসাকে তাদের ভ্রমণ নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন। এসব তথ্য সাদ আল-জাবরির পক্ষে প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে।
মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জেলা জজ টিমোথি কেলি রায় ওই নথি সংরক্ষণের নির্দেশ দেন।
এ ব্যাপারে প্রিন্স সালমানের আইনজীবী মাইকেল কে. কেলগ কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন।
সৌদি আরবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরিকে হত্যা করার উদ্দেশ্যে কানাডায় একটি হিট স্কোয়াড বা হত্যাকারী দল পাঠানোর অভিযোগ উঠে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে।
এই অভিযোগে ২০২০ সালের আগস্টে ওয়াশিংটনের ফেডারেল আদালতে প্রিন্স সালমানের বিরুদ্ধে মামলা করেন সাদ আল-জাবরি।
সৌদি আরব সরকারের সাবেক কর্মকর্তা সাদ আল-জাবরি নির্বাসিত হওয়ার পর গত তিন বছর ধরে কানাডায় বসবাস করছিলেন।
যুক্তরাষ্ট্রের আদালতে করা নথিতে উল্লেখ করা হয়, তুরস্কে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পরপরই সাদ আল-জাবরিকে হত্যার পরিকল্পনা করা হয়।
আদালতের নথির হিসেবে, টরেন্টো পিয়ারসন বিমানবন্দর দিয়ে হত্যাকারীরা কানাডা প্রবেশ করার সময় কানাডিয়ান সীমান্ত রক্ষীদের সন্দেহ হওয়ায় তাদের বাধা দেয়। এতে হত্যার পরিকল্পনা ব্যর্থ হয়।