ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আসন্ন ইউপি নির্বাচনের মাত্র তিন দিন আগে ভাংনামারী ইউনিয়নে ঘোড়া মার্কার প্রার্থী নির্বাচন থেকে সড়ে গিয়ে নৌকাকে সমর্থন জানিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (সার্জেন্ট অবঃ) নূরুল ইসলাম আকন্দ (নৌকা প্রতীককে) সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী মোঃ মোজাম্মেল হক রাসেল (ঘোড়া প্রতীক)।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বারুয়ামারী উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে ঘোষণা দেন মো.মোজাম্মেল হক রাসেল।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সার্জেন্ট অবসরপ্রাপ্ত নূরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে সাধারন সম্পাদক জাকিদ হাসনাত দোলনের সঞ্চলনায় সংবাদ সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল, সাংগঠনিক সম্পাদক ড. সামীউল আলম লিটন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া ইসলাম ডলি সহ অন্যান্য নেতৃবর্গ।