ঢাকাThursday , 23 December 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে শিশু ধর্ষণকারীর গলায় তার জুতার মালা

Link Copied!

ময়মনসিংহে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধর গলায় জুতার মালা পরিয়ে বাজারে ঘুরিয়েছেন স্থানীয়রা।

জানা যায়, ময়মনসিংহের ধোবাউড়ায় মো. সিরাজ নামে (৭০) নামে এক বৃদ্ধ মঙ্গলবার দিন ওই শিশুকে খাবার ও টাকার লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে ওই বৃদ্ধ। সিরাজ মিয়া উপজেলার চন্দ্রকোনা গ্রামের বাসিন্দা। পরে এ ঘটনায় মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মো. সিরাজ মিয়াকে আসামি করে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ঘটনাটি শুনে স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সিরাজ মিয়াকে মেম্বারের নির্দেশে আটকে রাখে স্থানীয়রা। পরে তার গলায় জুতার মালা পরিয়ে এরশাদ বাজারে নিয়ে আসে। এ সময় সিরাজ মিয়ার গলায় জুতার মালা পরিয়ে বাজারের বিভিন্ন জায়গায় ঘুরানো হয়।

বিষয়টি নব-নির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশিদ জানতে পেরে থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে থানায় নিয়ে যান।

এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বৃদ্ধ এবং ভিকটিম থানা হেফাজতে আছে। শিশুটিকে ফরেনসিক পরীক্ষা করা ও বৃদ্ধকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে, ওই বৃদ্ধকে জুতার মালা পরিয়ে অত্যাচার করার জন্য তার ছেলে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।