ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল আসরের শিরোপা জিতলো বাংলাদেশ। বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে আসরের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারায় মারিয়া-তহুরা-আঁখিরা। ম্যাচের ৮০তম মিনিটে দূরপাল্লার শটে জয়সূচক দারুণ গোলটি আদায় করেন আনাই। আসরের রাউন্ড রবিন লীগেও ভারতকে ১-০ গোলে হারিয়েছিল কোচ গোলাম রব্বানী ছোটনের দল।