গাজীপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল চালক আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের গাছা থানাধীন ভূষির মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রাণী বেগম (৫০)। তিনি মহানগরের টঙ্গীর দেওড়া কড়ইতলী কাঠালদিয়া এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। গুরুতর আহত মোটরসাইকেল চালক আসাদুল্লাহ (৩৫) একই এলাকার বাসিন্দা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার এসআই সাইফুল জানান, নিহত রাণী বেগম আসাদুল্লাহ’র মোটরসাইকেলে গাজীপুর হতে টঙ্গীতে নিজ বাসায় ফিরছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের গাছা থানাধীন ভূষির মিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রানী বেগম নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত আসাদুল্লাহকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পর চালক বাস নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।