ঢাকাTuesday , 12 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দুর্ঘটনার পর মাইক্রোবাসে আগুন : দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী চলন্ত মাইক্রোবাসে আগুন ধরে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো চারজন।

আজ মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুরে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫), তার স্ত্রী বিবি কুলছুম (৫৮) ও মাইক্রোবাসের চালক। চালকের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- আবুল কালাম (৪২), মো: রাশেদ (১৩), মো: মালেক রনি (১০) ও মো: হাসান (১৯)।

আহত রনি ও রাশেদকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চালক ছাড়া আহত ও নিহতরা সবাই একই পরিবারের। তাদের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার হাসনাবাদ ইউনিয়নের কমলপুর গ্রামে।

দুর্ঘটনায় উদ্ধার তৎপরতা চালিয়েছে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

নিহত আব্দুর রহমানের ছেলে মো: রুবেল জানায়, ওমানে থাকা তার বড় ভাই স্বপনকে আনতে বাড়ি থেকে চট্টগ্রাম বিমানবন্দরে যাচ্ছিলেন তার মা-বাবা, ভাই-ভাতিজারা। পথে দুর্ঘটনার কবলে পড়ে তার বাবা ও মা মারা গেছেন।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রবিউল আজম রবিন জানান, মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে মাইক্রোবাসটি আটকে যায়। এরপর চলন্ত অবস্থায় মাইক্রোতে আগুন ধরে গেলে ঘটনাস্থলে তিনজন মারা যায়। আমরা খবর পেয়ে দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।