রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, ন্যাটোর হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে কাজে লাগাতে তিনি প্রস্তুত আছেন। একই সঙ্গে ইউরোপজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি। মঙ্গলবার পুতিন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেছেন।
পুতিন বলেন, সীমান্তের কাছে ন্যাটো বাহিনীর উপস্থিতি নিয়ে রাশিয়া গভীর উদ্বিগ্ন। আঘাতের কয়েক মিনিট দূরে থাকা ইউক্রেনে ন্যাটোর ক্ষেপণাস্ত্র মোতায়েন মেনে নেবে না মস্কো।
রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের পশ্চিমা সহকর্মীদের আগ্রাসী অবস্থান যদি অব্যাহত থাকে তাহলে আমরা উপযুক্ত সামরিক-কারিগরি পদক্ষেপ নেব এবং অবন্ধু সুলভ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পাল্টা পদক্ষেপ নেব।
তিনি আরও বলেন, আমি গুরুত্ব দিতে চাই এমনটি করার অধিকার আমাদের রয়েছে। রাশিয়ার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনও পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে আমাদের।
পুতিনের কথায়, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ক্ষেপণাস্ত্র যদি ইউক্রেনে মোতায়েন করা হয় তাহলে মস্কোতে আঘাতে সময়সীমা ৭-১০ মিনিটে কমে আসবে, যদি হাইপারসোনিক অস্ত্র মোতায়েন করা হয় তাহলে তা হবে মাত্র ৫ মিনিট। এটি আমাদের জন্য গুরুতর চ্যালেঞ্জ, আমাদের নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ।
তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৈধ নিরাপত্তা নিশ্চয়তায় ভরসা করতে পারে না মস্কো। কারণ নিজের প্রতিশ্রুতি থেকে সহজে সরে যায় যুক্তরাষ্ট্র। তবু, মৌখিক নিশ্চয়তার চেয়ে লিখিত ভালো। সূত্র: ব্লুমবার্গ