ওআইসি ও মুসলিম বিশ্বের উন্নয়ন নিয়ে যা বললেন আফ্রিদি

আফগানিস্তানে তালেবান উত্থানের পর থেকেই দেশটিতে তৈরি হয়েছে নানান সংকট। যুদ্ধবিধ্বস্ত দেশটির উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক সমস্যার সমাধানে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনকে (ওআইসি) নতুন করে ভাবতে বললেন শহীদ আফ্রিদি।

রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে ওআইসির সম্মেলন। এ সম্মেলনকে স্বাগত জানিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেন, পাকিস্তানে ওআইসির সদস্যদের স্বাগত জানাই। সবাই মিলে বিশ্বের মুসলমানদের উন্নয়নের কথা ভাবতে হবে। সেই সঙ্গে আফগানিস্তানের ভাই-বোনেরা যে সমস্যার মধ্যে রয়েছেন সে কথাও আমাদের ভাবতে হবে।

ইসলামাবাদে ওআইসির বৈঠকের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিকে মানুষের তৈরি সব থেকে বড় বিপর্যয় বলে উল্লেখ করেছেন। তাদের এ সমস্যার সমাধানে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান।

সূত্র: টাইমস নাউ

Share this post

scroll to top