ময়মনসিংহের ফুলপুরে দিনের বেলায় শিয়ালের কামড়ে শিশু বৃদ্ধাসহ ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ফুলপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিক্যাল অফিসার ডা. ক্যাসেলিয়া ফাতেমা।
শেয়ালের কামড়ে আহতরা হলেন, আফরোজা খাতুন(৩১), মনোয়ারা(৩৫),সুফিয়া খাতুন(৬৫), জাহিদা আক্তার(৩৫),তাইয়েবা (৯),মারিয়া(৪),অনন্যা আক্তার(১০), সুফিয়া খাতুন(৬৫) ও ফেরদৌসী(৬) ও রিনা আক্তার (১২)।
এলাকাবাসী জানায়, দুপুরে জঙ্গল থেকে দুইটি শিয়াল লোকালয়ে এসে অতর্কিত যাকে সামনে পায় তাকেই কামড়াতে থাকে। মুহূর্তেই এলাকায় শিয়াল আতংক ছড়িয়ে পড়ে। লোকজন লাঠি-সোঁটা নিয়ে একটি শেয়াল পিটিয়ে মেরে ফেললেও অন্যটি পালিয়ে যায়।
ডা. ক্যাসেলিয়া ফাতেমা ইত্তেফাকে বলেন, আহতদের চিকিৎসা ও রেবিস ভ্যাকসিন দেয়া হয়েছে।