ময়মনসিংহে শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।
সকালে পুলিশ লাইন্স ড্রিলসেডে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি শাহ মোহাম্মদ আবিদ হোসেন।
বক্তব্য রাখেন রেঞ্জ অফিসের পুলিশ সুপার ফারুক হোসেন ও ফাহিমা হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ইদ্রিস আলী খান, হেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, শরীফ উদ্দীন আহমেদ প্রমূখ। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী। অনুষ্ঠানে ২০ জন শহীদ মুক্তিযোদ্ধার পরিবার ও ৭৪ জন অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এসময় ময়মনসিংহ রেঞ্জের সকল পুলিশ সুপার, সকল থানার ওসিসহ পুলিশ কর্মকর্তাগণ এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধার পরিবার ও অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পুলিশ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। বর্তমান সরকার ২০৪১ সালের উপযোগি পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য সব কিছুই করছেন বলেও জানান তিনি।
অতিরিক্ত ডিআইজি শাহ মো. আবিদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধে ময়মনসিংহের ৪৮ জন শহীদ পুলিশ মুক্তিযোদ্ধার জীবনী নিয়ে স্মারক প্রকাশ করা হবে। পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, স্বাধীনতা বিরোধীরা লবিষ্ট নিয়োগ করে পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। ##