যাত্রাবাড়ীতে ময়লার স্তূপে নারীর পোড়া লাশ

রাজধানীর যাত্রাবাড়ীতে ময়লার স্তূপ থেকে এক নারীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উদ্ধার করা লাশটির এখনও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ বলছে, ওই নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ১০-১৫ দিন আগের ঘটনা এটি। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে ময়লার স্তূপ থেকে ওই নারীর পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি পুড়ে বিকৃত হয়ে গেছে।

তিনি বলেন, ঘটনাস্থলে নগরীর বিভিন্ন স্থানের ময়লা ফেলা হয়। কোনো ময়লার গাড়ির মধ্যে লাশটি ছিল। ময়লার পাশাপাশি লাশটিও ফেলে যাওয়া হয়।

ওসি আরও বলেন, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top