হোয়াইটওয়াশ এড়াতে ব্যাটিংয়ে উইন্ডিজ

পাকিস্তান সফরে টানা দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে করাচি স্টেডিয়ামে ব্যাট করছে ক্যারিবীয়রা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের করা ২০০/৬ রানের জবাবে ব্যাটিংয়ে ১৯ ওভারে ১৩৭ রানে অলআউট হয় উইন্ডিজ। ৬৩ রানের জয় পায় স্বাগতিক পাকিস্তান।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান করে পাকিস্তান। টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৯ রানে হেরে যায় ক্যারিবীয়রা।

Share this post

scroll to top