ময়মনসিংহে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

ময়মনসিংহে সূর্যাদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান বিজয় দিবসের সূচনা করা হয়।

এরপর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।

পরে জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও অ্যাডভোকেট সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে আ’লীগ ও অঙ্গসংগঠন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক আলমগীর মাহমুদ ও ফকরউদ্দিন আহম্মদ বাচ্চু, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম ও যুগ্ম-আহবায়ক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।

সকাল সাড়ে আটটায় রফিক উদ্দিন ভুইয়া ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিনভর অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। কুচকাওয়াজের সালাম গ্রহণ শেষে শারিরীক কসরত প্রদর্শন করে শিক্ষার্থীরা। দুপুরে টাউনহল তারেক স্মৃতি অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে জেলা প্রশাসন। এ উপলক্ষে সার্কিট হাউজ মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগীতায় জেলা প্রশাসন একাদশ ও সিটি করপোরেশন একাদশ অংশ নেয়।

Share this post

scroll to top