মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর পূর্তী, মহান বিজয় দিবস এবং মুজিব বর্ষ উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ময়মনসিংহে উন্মুক্ত শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে নবনির্মিত আন্তর্জাতিক মানের শ্যুটিং কমপ্লেক্সে ১৬ ডিসেম্বর ময়মনসিংহ রাইফেল ক্লাবের উদ্যোগে শুরু হবে এই উন্মুক্ত শ্যুটিং প্রতিযোগিতা।
এ প্রতিযোগীতায় যেকেউ অংশ নিয়ে নিজের সুপ্ত প্রতিভা যাচাই করতে পারবেন। ৬টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কারের ব্যবস্থা এবং সেই সাথে মেধাবী শ্যুটারদের বাছাই করে রাইফেল ক্লাবের পক্ষ থেকে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, সর্বোচ্চ ৫০ টাকা করে জনপ্রতি রেজিষ্ট্রেশন চার্জ। স্পট রেজিষ্ট্রেশন এর মাধ্যমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।