ত্রিশাল মুক্ত দিবসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ২০ জন মুক্তিযোদ্ধা কে সংবর্ধনা প্রদান করা হয়। সেখানে ত্রিশালের বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বরেণ্য নজরুল সঙ্গীত গবেষক, শিল্পী ও বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) একমাত্র মুক্তিযোদ্ধা শিক্ষক অধ্যাপক ড. রশিদুন্ নবীকে সংবর্ধনা প্রদান করা হয়।
গত ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিকাল ৪ টায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন হয়৷ সে সময় উপাচার্য অধ্যাপক জালাল উদ্দিন (অন্তর্বর্তীকালীন), রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর ও অনান্যরা শুভেচ্ছা স্মারক তুলে দেন অধ্যাপক রশীদুন্ নবীর হাতে।
এ বিষয়ে অধ্যাপক রশিদুন্ নবী বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে সংবর্ধনা প্রদান করায় আমি অত্যন্ত আনন্দিত। এজন্য আমি বিশ্ববিদ্যালয় (জাককানইবি) কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আনন্দঘন মুহূর্তে আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি পরম করুণাময়কে; স্মরণ করছি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর আহ্বানে সাড়া দিয়ে আমরা দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম। যে লক্ষ্যে আমরা লাল-সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলাম, সে স্বপ্ন পরিপূর্ণভাবে বাস্তবে রূপ নিলেই মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী আমার ভাই এবং মা-বোনদের ত্যাগ সার্থক হবে।