২৮ বছর পর জাতীয়তাবাদী মহিলা দল মানিকগঞ্জ জেলা শাখা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার গিলন্ড এলাকার মুন্নু সিটিতে এই কর্মীসভায় উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নুর-জাহান মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক এমপি সুলতানা আহমেদ।
এসময় মাসুমা মুক্তির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম জিন্নাহ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রোকসানা খানম মিতু, যুগ্ম সম্পাদক সত্যেনকান্ত পন্ডিত ভজন,সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার,কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অর্পণা দাস,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, খন্দকার ফারহানা ইয়াসমিন আতিকা,দেলওয়ারা পান্না, জুবাইদা সিমকী প্রমুখ।
বক্তারা বলেন, দেশে আজ গণতন্ত্র বিপন্ন। গণতন্ত্রকে বর্তমান অবৈধ সরকার হত্যা করেছে।ডা. মুরাদের মত একজন নারী বিদ্বেষী চরিত্রহীন লোক কে মন্ত্রী বানানো হয়। অশ্লীল কথা বলার কারণে মন্ত্রিত্ব থেকে বাদ দেয়া হলেও। আবার সম্মান দিয়ে তাকে কানাডায় পাঠানোর ব্যবস্থা করে এই অবৈধ সরকার। কিন্তু সেখানেও ঠাঁই না পেরে দেশে ফিরে আসে। অবিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবী করেন বক্তারা।
অনুষ্ঠানের উদ্বোধক মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেন, এই সরকার দুর্নীতিবাজদের পুরস্কৃত করছে, যারা ভালো কাজ করছেন তাদের প্রতি জুলুম নির্যাতন করছেন। এই সরকার গণতন্ত্রের উন্নয়ন ধ্বংস করেছে। ভোট ও ভাতের অধিকার হননকারী সরকারকে পতনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
বক্তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো না হলে দেশে আন্দোলন গড়ে তুলবে মহিলা দল। সর্বশেষ ১৯৯৩ সালে জেলা মহিলা দলের সম্মেলনের মাধ্যমে কমিটি হয়েছিল।