মদনে বাসের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

নেত্রকোনার মদনে পেছন থেকে আসা বাসের ধাক্কায় রিয়াদ হোসেন ভূঁইয়া (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী বন্ধু রূপক মিয়া আহত হয়। রবিবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিয়াদ হোসেন ভূঁইয়া মদন উপজেলার শ্রমিক সড়ক পরিবহন শাখার সভাপতি ও চানগাঁও আলিয়াপুর গ্রামের মজিদুল হক ভুঁইয়ার ছেলে ও মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াদ রোববার রাতে মোটরসাইকেল যোগে জাহাঙ্গীরপুর থেকে তার বন্ধু চানগাঁও শাহাপুর তিনবাড়ীর খায়রুল কবিরের ছেলে রূপক মিয়াকে (২১) তার বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে পৌর সদরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে মদন থেকে ছেড়ে যাওয়ায় নেত্রকোনাগামী ঐশি এন্টারপ্রাইজ পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে রিয়াদ ও রূপক দুজনেই গুরুতর আহত হয়। পথচারীরা আহতদের মদন হাসপাতালে নিয়ে আসলে দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রিয়াদ ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। রূপক মিয়া ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, রোববার রাতে সড়ক দুর্ঘটনায় রিয়াদ নামের এক যুবকের মৃত্যুর খবর শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদন-নেত্রকোনা সড়কে বাস চলাচল বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন উপজেলা শ্রমিক পরিবহন শাখার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান।

Share this post

scroll to top