ডিজেল-কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি এবং আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনের আহবান জানিয়ে ৬-১২ ডিসেম্বর বাসদ (মার্কসবাদী) দলের উদ্যোগে দাবি সপ্তাহ পালিত হচ্ছে। দাবি সপ্তাহ উপলক্ষে দলটির ময়মনসিংহ জেলা শাখা আজ ৯ ডিসেম্বর শহরে বিক্ষোভ মিছিল করে। বিকেল ৪ টায় রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি ট্রাংকপট্টি-ছোটবাজার-দূর্গাবাড়ি-গাঙ্গিনাপাড় হয়ে আবার স্টেশনে এসে শেষ হয়। মিছিল শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড শেখর রায়, জেলা সদস্য অজিত দাস, গৌতম কর প্রমুখ।
বক্তারা বলেন- করোনা মহামারীর কারণে সারাদেশে নতুন করে ৩ কোটি মানুষ দরিদ্র হয়েছে। মানুষ কর্মসংস্থান হারিয়ে বেকার হয়েছে। এরকম পরিস্থিতিতে একের পর এক নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি করছে সরকার। সর্বশেষ গত ৪ নভেম্বর ডিজেল কেরোসিনের মূল্য প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে দাম বাড়ালেও গত ৫ বছর আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কম থাকলেও আমাদের দেশে তখন মূল্য কমানো হয় নি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে পরিবহন ভাড়া বৃদ্ধি করেছে মালিকরা। এর ফলে নতুন করে সকল পণ্যের দাম আবার বাড়বে। এভাবে মূল্যবৃদ্ধির ফলে করোনায় ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ আজ দিশেহারা। অথচ সরকার সাধারণ জনগণের স্বার্থ বিবেচনা করছে না। সরকার গত সাত বছরে জ্বালানি খাত থেকে ৪৩ হাজার কোটি টাকা মুনাফা করেছে। কিন্তু এখন তারা সে টাকা ভর্তুকি দিচ্ছে না। তাহলে সে টাকা গেল কোথায়? ‘
বক্তারা বলেন- ‘এই সরকার উন্নয়নের নামে লুটপাট দূর্নীতির মহোৎসব শুরু করেছে। লুটপাটের ফলে ঘাটতি টাকা উত্তোলনের জন্য তেল,গ্যাস,বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি, ভ্যাট-ট্যাক্স সহ সকল পণ্যের দাম বৃদ্ধি করছে। বাস্তবে এই সরকার হচ্ছে লুটপাটকারী মাফিয়া ধনিকদের সরকার। দূর্নীতি লুটপাটের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ করলে তাদের উপর চলছে নিপীড়ন নির্যাতন। দেশে আওয়ামীলীগ সরকার ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনই পারে এ পরিস্থিতির পরিবর্তন ঘটাতে। বাসদ (মার্কসবাদী) জনগণের প্রতি সেই আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে দাবি সপ্তাহ পালন করছে।’