অবশেষে পাকিস্তান-বাংলাদেশের খেলা শুরু

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনও বৃষ্টিমুক্ত থাকতে পারলো না। অবশ্য গতকাল থেকে প্রকোপ কম হলেও সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল মিরপুর। সর্বশেষ পাওয়া খবরে বৃষ্টি থেমে গেছে, পরিস্থিতির উন্নতির আশা করা হচ্ছে এখন। ভেজা আউট ফিল্ড শুকানোর কাজ চলছে। আম্পায়াররা খেলা শুরুর জন্য সময়ও বেঁধে দিয়েছেন। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হয়েছে চতুর্থ দিনের খেলা। খেলা হবে মোট ৮৬ ওভার।

গতকাল তো দিন ভর বৃষ্টি হয়েছে। আজ অবশ্য উজ্জ্বল আলোরও দেখা মিলেছে। তাই সকাল থেকেই মাঠে উপস্থিত দুই দল। গা গরম করে নিচ্ছেন তারা। প্রথমে চতুর্থ দিন খেলা শুরুর কথা ছিল সকাল সাড়ে ৯টায়। খেলা হওয়ার কথা ছিল মোট ৯৮ ওভার।

এই টেস্টে ঘূর্ণিঝড়ের প্রভাব ছিল প্রথম দিন থেকেই। ৫৭ ওভার খেলা হয়েছিল প্রথম দিন। পরে আলোর স্বল্পতায় ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় দিনেও খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার। তৃতীয় দিন তো কোনও বলই মাঠে গড়ায়নি। খেলা পরিত্যক্ত হওয়ার আগে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৮৮ রান। ক্রিজে আছেন বাবর আজম (৭১) ও আজহার আলী (৫২)।

Share this post

scroll to top