নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় আমানউল্লাহ নামে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। ইজিবাইককে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেনটি।
রোববার দুপুরে রায়পুরা উপজেলার খানাবাড়ি রেলস্টেশনের আউটার সংলগ্ন রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই ইজিবাইকচালক রেলক্রসিংটি পার হচ্ছিলেন।
নিহত মো. আমানুল্লাহ (২৫) রায়পুরার মির্জানগর ইউনিয়নের উত্তর মির্জানগর গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত আবদুল রশিদের ছেলে।
রেলওয়ে পুলিশ জানিয়েছেন, নোয়াখালী থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি রাজধানী ঢাকায় যাচ্ছিল। বেলা সোয়া ১১টার দিকে ট্রেনটি খানাবাড়ি রেল স্টেশনের আউটার সংলগ্ন রেলক্রসিং অতিক্রম করছিল। ওই সময় আমানুল্লাহ তার ইজিবাইক নিয়ে রেলক্রসিংটি পার হচ্ছিলেন।
এ সময় ট্রেনটি ইজিবাইককে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়। ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত আমানুল্লাহকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনটি ইজিবাইকটিকে প্রায় এক কিলোমিটার দূরে টেনে নিয়ে যায়। পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।