লক্ষীপুর প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষীপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির ( ২০২২-২০২৪) নির্বাচন শনিবার দিন ব্যাপি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ।
সকাল ৯টায় ৪৯ তম বার্ষিক সাধারণ সভা ও সকাল সাড়ে দশটায় ভোট শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ । নির্বাচনে ৪ জন ভাইস-চেয়ারম্যান প্রার্থী ও ৭ জন কার্যনির্বাহী সদস্য প্রার্থী অংশগ্রহণ করেন ।
ভাইস-চেয়ারম্যান পদে এডভোকেট জসিম উদ্দিন লক্ষীপুর জর্জ কোটের (পিপি) ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ফরিদা ইয়াসমিন লিকা পেয়েছেন ১৭৩ ভোট । সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব ইসমাইল হোসেন ফারুক বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয় ।
অন্যদিকে সদস্য পদে মো. আকতার হোসেন সাগর ৩৯১, মো. মিজানুর রহমান হিরন ৩৭০, মো. মামুনুর রশিদ ৩৩১, মো. জহিরুল আলম শিমুল ৩৪৪ ও সেলিম উদ্দিন নিজামী ৩১৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন । মোট ১০২৬ ভোটের মধ্যে ৫০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিতরা আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। পদাধিকার বলে চেয়ারম্যান পদে জেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান রয়েছে।