ময়মনসিংহে চলন্ত ট্রেন থেকে বগি বিচ্ছিন্ন

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগির জয়েন্ট ভেঙে বগি বিচ্ছিন্ন হয়ে আলাদা হওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় ঢাকা-ময়মনসিংহ রোডে প্রায় ১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুনুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ঢাকা কামলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে ছেড়ে আসে যাত্রীবাহী একটি তিস্তা ট্রেন। পরে বাকৃবি এলাকায় ট্রেনটি পৌছলে পিছনের বগির জয়েন্ট ভেঙে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রোডে প্রায় ১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে বেলা ১২ টার দিকে ময়মনসিংহ লকোসেট থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে ওই বগি উদ্ধার করে ষ্টেশনে নিয়ে আসে। এখন ঢাকা-ময়মনসিংহ রোডে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Share this post

scroll to top