দৈনিক নিউ টাইমস সম্পাদকের মাতৃবিয়োগ

ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক নিউ টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম এ মতিনের মাতা জামেলা খাতুন (৯২) শনিবার বিকেলে ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ছয় ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার দুই ছেলে আমেরিকা ও এক মেয়ে কানাডা প্রবাসী। বাদ এশা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হয়। ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলঅম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ টেলিভিশন জার্ণালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায় ও সাধারণ সম্পাদক আবু সালেহ মু. মুসা পৃথক বিবৃতিতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Share this post

scroll to top