বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তি করা সেই কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীকে আটক করা হয়েছে।
রাজধানীর হোটেল রাজমনি ইশা খাঁ থেকে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে মেয়র আব্বাস আলী রাজধানীর কাকরাইলের হোটেল ঈশা খাঁতে অবস্থান করছেন। এরপর মঙ্গলবার মধ্যরাত থেকে হোটেলটি ঘিরে রাখে র্যাবের একটি দল। পরে সকালে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে সকাল দশটার মধ্যে ঘটনাস্থলে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
উল্লেখ্য, রাজশাহী পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এর আগে আওয়ামী লীগ নেতা আব্বাস আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। গত মঙ্গলবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ মামলার এজাহার দেয়া হয়। পরে পুলিশ সদর দফতরের অনুমোদনসাপেক্ষে মামলাটি গ্রহণ করা হয়। নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।