ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের লিফট সবসময় বন্ধ থাকায় চরম ভোগান্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা। অন্যদিকে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের লিফটি চালু হওয়ার কিছুদিন পর থেকেই লিফটের কিছু বাটন অকোজো হয়ে যায়। যা এখনো মেরামত করা হয় নি। মাঝেমধ্যে বন্ধ থাকে ভবনটির লিফট সেবাও। তবে লিফট দুটির তত্বাবধানের জনবল থাকলেও, কখনো কাউকে পাওয়া যায় না।
এদিকে ব্যবসায় প্রশাসন ভবনের লিফট সবসময় বন্ধ থাকায় ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান ভবনের লিফট ব্যবহার করে। ফলে সামাজিক বিজ্ঞান ভবনের লিফটে সর্বদা ভীড় লেগেই থাকে।
লিফটের সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ন কবির বলেন, লিফটগুলো ট্রায়াল পর্যায়ে আছে, এগুলোর কাজ এখনো চলমান রয়েছে। এটা কবে নাগাদ চালু হবে তা ইঞ্জিনিয়ার দপ্তর বলতে পারবে। লিফট তত্ত্বাবধানে যথেষ্ট জনবল রয়েছে, তারা লিফটের কাজ করছে।