মুসলিমবিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মার্কিন রিপাবলিকান এমপি

মুসলিমবিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মার্কিন রিপাবলিকান এমপি লরেন বোয়েবার্ট।

এর আগে তিনি আরেক মুসলিম নারী এমপি ডেমোক্র্যট নেত্রী ইলহান ওমরকে নিয়ে বণ্যবাদী মন্তব্য করেছিলেন। খবর রয়টার্সের।

গত শুক্রবার রিপাবলিকান এমপি লরেন বোয়েবার্ট বলেন, আমি আমার ইসলামবিদ্বেষী মন্তব্যের জন্য মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চাচ্ছি। আমি এমপি ইলহান ওমরের অফিসে গিয়ে এ ব্যাপারে সরাসরি তার সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি— এসব অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বিতর্ক না করে আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আলোচনা করার।

এর আগে হিজাব পরায় ইলহান ওমরকে জিহাদি ও ধর্মান্ধ বলে সমালোচনা করেছিলেন এ রিপাবলিকান এমপি।

তিনি এক টুইটবার্তায় বলেন, ইলহানের মুখের দিকে তাকালে আমার খুবই বিরক্ত লাগে, জিহাদি বলে মনে হয়। কংগ্রেস এমন ভয়ানক ইসলামিক ভাবধার লোকজন থাকা নিন্দনীয়।

পরে সমালোচনার মুখে গত শুক্রবার তিনি ভুল স্বীকার করে তার মুসলিমবিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চান।

Share this post

scroll to top