আ’লীগের ঘাটি ১৫ ইউপির ১৪টিতেই নৌকার ভরাডুবি

ফরিদপুরের দুটি উপজেলার ১৫ ইউনিয়নের ১৪টিতেই হেরেছে নৌকার প্রার্থীরা। নৌকা প্রতীকের একমাত্র বিজয়ী ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মো. রেজাউল হাসনাত দুদু।

রোববার (২৮ নভেম্বর) জেলার ভাঙ্গা উপজেলার ১২ ও চরভদ্রাসন উপজেলার ৩টিসহ মোট ১৫টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

ভাঙ্গা উপজেলায় বিজয়ীরা হলেন- কাউলিবেড়া ইউনিয়নে রেজাউল করিম দুদু মিয়া (নৌকা), নুরুল্যাগঞ্জ ইউনিয়নে সৈয়দ শাহীন আলম শাহাবুব (স্বতন্ত্র), কালামৃধা ইউনিয়নে রেজাউল মাতুব্বর (স্বতন্ত্র), ঘারুয়া ইউনিয়নে মুনসুর মুন্সী (স্বতন্ত্র), আজিমনগর ইউনিয়নে শাহজাহান হাওলাদার (স্বতন্ত্র), হামিরদী ইউনিয়নে মো. খোকন মিয়া (স্বতন্ত্র), তুজারপুর ইউনিয়নে ওলিউর রহমান (স্বতন্ত্র), আলগী ইউনিয়নে ম. ম ছিদ্দিক (স্বতন্ত্র), চান্দ্রা ইউনিয়নে আব্দুল খালেক মোল্যা (স্বতন্ত্র), চুমুরদী ইউনিয়নে মো. রফিকুল ইসলাম সোহাগ (স্বতন্ত্র), মানিকদাহ ইউনিয়নে কে. এম শহীদুল্লাহ বাচ্চু (স্বতন্ত্র) ও নাসিরাবাদ ইউনিয়নে মো. আলমগীর খান (স্বতন্ত্র)।

এছাড়া চরভদ্রাসন উপজেলার তিন ইউপির সদর ইউনিয়নে আজাদ খান (স্বতন্ত্র), চরহরিরামপুর ইউপিতে জাহাঙ্গীর কবির (বিএনপি স্বতন্ত্র), গাজিরটেক ইউপিতে মো. ইয়াকুব আলী (বিএনপি স্বতন্ত্র)।

Share this post

scroll to top