নোয়াখালীর বেগমগঞ্জে ধান ক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসাপাতালে পাঠিয়েছে পুলিশ শুক্রবার রাতে।উপজেলার ছয়ানী ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের নিহত মোহাম্মদ হারুন (৩৫) উপজেলার ছয়ানী ইউনিয়নে মৃত আবদুল মালেকের ছেলে।
স্থানীয় বাসিন্দা সবুজ জানান, বিকেলে দোয়ালিয়া গ্রামের বল বাড়ির পাশে ধান ক্ষেতে হারুনের লাশ দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজনদের অভিযোগ, ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারুনের মৃত্যু হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।