ঢাকাSaturday , 27 November 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের বিপুল জয়

Link Copied!

বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচনে ১৩টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয় পেয়েছে বিএনপি–জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। অন্যদিকে সভাপতিসহ ৪টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচন শেষে রাত ১১টা ২০ মিনিটে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী ও বগুড়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন। তিনি পেয়েছেন ৩৬৫ ভোট। ওই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান পেয়েছেন ৩৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাছেদ ৩৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট এএইচএম গোলাম রব্বানী খান রোমান পেয়েছেন ২৭৫ ভোট।

নির্বাচনে গণতান্ত্রিক আইনজীবী সমিতির অপর একটি প্যানেল থেকে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা কেউ নির্বাচিত হতে পারেননি।

ঘোষিত ফলাফল অনুযায়ী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে নির্বাচিত অপর আটজন হলেন সহ-সভাপতির দু’টি পদে যথাক্রমে অ্যাডভোকেট আজবাহার আলী ও অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসেন মল্লিক, যুগ্ম সম্পাদকের দু’টি পদের একটিতে এনামুল হক পান্না ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু, চারটি সদস্য পদে যথাক্রমে অ্যাডভোকেট নুর-ই-আজম, অ্যাডভোকেট মিজানুর রহমান , অ্যাডভোকেট আব্দুস সালাম ও অ্যাডভোকেট শিপন খাতুন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি ছাড়াও অপর তিন জন নির্বাচিত হলেন যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট রিয়াজুল জান্নাত প্রিন্স এবং লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট আজিজুল হক ফিরোজ এবং সদস্য পদে অ্যাডভোকেট নূরে জান্নাত রূপা (৪৩২)।

বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর নভেম্বরের শেষ শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ৭ টা থেকে দুপুর ১ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ৭৭৮ জন ভোটারের মধ্যে ৭৪৯ জন ভোট প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।