পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি সংকটের কারণে পাটুরিয়া ঘাট এলাকায় আটশো যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. জিল্লুর রহমান জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের চারটি ফেরি ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। এ নৌরুটে ৮টি বড় ফেরি ও ৮টি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরির সংকট থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় ছয়শো সাধারণ পণ্যবাহী ট্রাক,দেড়শো ছোট গাড়ি, ৭০টি পরিবহন বাস নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে পরিবহন বাস ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছে।
পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরির সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।