ঢাকাFriday , 26 November 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

১৮ ও তদুর্ধ বয়সী বিদেশিরা ওমরাহ করতে পারবেন

Link Copied!

বিদেশিদের ওমরাহ পালনের বয়সসীমা ১৮ ও তদুর্ধ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সৌদি আরবের হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবে ভ্রমণ ইচ্ছুকদের জন্যও একই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। তবে, দেশটিতে বসবাসকারীদের ক্ষেত্রে ১২ বছর ও তদুর্ধ করা হয়।

হারামাইন শরীফাইন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ বিষয়টি পরিষ্কার করায় বিদেশি ওমরাহ পালনে ইচ্ছুক মুসলমানরা সংশয় মুক্ত হলেন।

সর্বোচ্চ বয়সের কোনো সীমা নেই। করোনাকালের পর প্রথম যখন ওমরাহ খুলে দেওয়া হয়েছে ছিল তখন পঞ্চাশ বছর নির্ধারণ ছিল, এরপরে ষাট। এখন সেই সিদ্ধান্তেরও পরিবর্তন হয়েছে।

শারীরিক এবং আর্থিকভাবে সক্ষম এই বয়সসীমার ব্যাক্তিদের ওমরাহ পালনে কোন বাধা নেই । কোভিড-১৯ ভ্যকসিন দুই ডোজ নেওয়া থাকলে ওমরাহ ভিসার আবেদন করা যাবে।

উল্লেখ্য, গত কিছুদিন আগে মিসরভিত্তিক একটি অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ করেছিলো, শুধুমাত্র ১৮ থেকে ৫০ বছর বয়সিরাই ওমরাহ পালন করতে পারবেন। সংবাদটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রচার হয়।

এরপর থেকে প্রকৃত বিষয়টি জানার জন্য বিভিন্ন দেশের মুসলমানরা অপেক্ষায় ছিলেন। হারামাইন শরিফাইন কর্তৃপক্ষের এই ঘোষণার পর সেই অনলাইনের বিতর্কিত সংবাদটি যে গুজব ছিল তা পরিষ্কার হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।