‘নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সমঅধিকার নিশ্চিত কর’ এই স্লোগানে ময়মনসিংহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মহিলা পরিষদ।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মনিরা বেগম অনু, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, জেলা কমিটির সাধরণ সম্পাদক ফাহমিদা ইয়াসমিন রুনাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর দিবসটি পালনে সকলের সহযোগিতা কামনা করেন।