বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদল।
বৃহস্পতিবার দুপুরে নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, সহ-সভাপতি ফরহাদ আলী, মফিজুল ইসলাম মাসুদ, হুমায়ুন কবির খোকন, সাহেদ আলী মানিক, জামিলুর রহমান, যুগ্ম-সম্পাদক তানভীর শাহ, আল আমিন, রাসেল মিয়া ও মাহমুদ খান সোহানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বেগম খালেদার জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন।