বাংলাদেশ সফরে এসে প্রত্যাশার চেয়েও বেশি সমর্থন পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ঢাকার মাঠে খেলে বাংলাদেশি সমর্থকদের সমর্থন পেয়ে পাকিস্তানের ক্রিকেটারাই বলেছেন মনে হয়েছে ঢাকায় না, পাকিস্তানেই খেলছি।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে গ্যালারিতে উড়েছে পাকিস্তানের পতাকা, বাবর আজমদের চার-ছক্কায় হর্ষধ্বনিতে কেঁপে উঠে মিরপুর।
অনেক বাংলাদেশি নাগরিক পাকিস্তানের জার্সি ও চাঁনতারা টুপি পরে স্টেডিয়ামে প্রবেশ করেন।
বাংলাদেশ সফরে এসে দর্শকদের সমর্থন পেয়ে শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে পাকিস্তানের তারকা ক্রিকেটার ফখর জামান জানিয়েছেন, মিরপুরে এত সমর্থন দেখে আমরা নিজেরাই বিস্মিত। মনে হচ্ছে পাকিস্তানেই খেলছি।
সোমবার সিরিজের তৃতীয় ম্যাচ জয়ের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, এখানে ভক্তদের ধন্যবাদ জানাতে চাই।