দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার থেকে বৃহস্পতিবার তিনি রাজধানীতে থাকবেন, যোগ দিতে পারেন একাধিক রাজনৈতিক কর্মসূচিতে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতার সাক্ষাৎ।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ২৪ তারিখ অর্থাৎ বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনেই তার সাথে দেখা করবেন মমতা। দেখা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথেও।
রাজ্যের বকেয়া পাওয়ার দাবি, বিএসএফের কাজের ক্ষমতাবৃদ্ধিসহ একাধিক গুরুত্বপূর্ণ দাবিদাওয়া নিয়ে সোমবারই দিল্লি উড়ে যাচ্ছেন মমতা। চার দিনের সফরের তৃতীয় দিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করবেন বলে সূত্রের খবর।
এই মুহূর্তে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি নিয়েই তৃণমূলের সবচেয়ে বেশি মাথাব্যথা। মোদির সাথে বৈঠকে অন্য দাবির সাথে এই প্রসঙ্গ তুলতে পারেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহর কাছে তার সরব হওয়ার সম্ভাবনা।