রেললাইনে প্রস্রাব করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার রাতে রেললাইনের পাশে প্রস্রাব করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেহেদী কুমিল্লার দেবিদ্বার উপজেলার মধুমুড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

রাজধানীর মধ্য বাড্ডার আলাতুননেছা স্কুলের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন মেহেদী। রাজমিস্ত্রির কাজ করতেন।

জানা গেছে, বিকালে দুই বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন মেহেদী। রাতে রেললাইনের পাশে প্রস্রাব করতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত হন তিনি। পরে তাকে বাড্ডা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, বিষয়টি রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

Share this post

scroll to top