বাবা-ছেলের মারামারির ঘটনায় সমাধান করে দেওয়ায় লক্ষীপুরের রামগতিতে শ্রমিক লীগ নেতা মো. সাইফুদ্দিন পঞ্চায়েতকে মেরে রক্তাক্ত করা হয়েছে। এতে তার নাক ফেটে যায়।
শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সাইফুদ্দিন চরবাদাম ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব চরসীতা গ্রামের মো. চৌধুরীর সঙ্গে তার ছেলে আলমগীর হোসেনের স¤প্রতি ঝগড়া হয়। ওই ঘটনায় তখন আলমগীর তাকে মারধর করে।
এনিয়ে চৌধুরী বাদী হয়ে লক্ষীপুর আদালতে ছেলেসহ সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে সমন জারি করে। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার বিকেলে লোকজন নিয়ে ফের আলমগীর তার বাবাকে মারধর করে।
এসময় শ্রমিকলীগ নেতা সাইফুদ্দিন তাদেরকে বুঝিয়ে ঘটনাটি মীমাংসা করে দেন। সন্ধ্যার পর সাইফুদ্দিন নোয়াখালী যাওয়ার জন্য এলাকা থেকে বের হচ্ছিলেন। এসময় আলমগীর, সাদ্দাম হোসেন, মো. রাজু, সজিব হোসেনসহ ৭-৮ জন জন যুবক একা পেয়ে সাইফুদ্দিনকে মারধর করে। এসময় ঘুষিতে তার নাক ফেটে রক্তাক্ত জখম হয়। ধারণা করা হচ্ছে, ঘুষি দেওয়া যুবকের হাতে চাবি ছিল।
এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, উভয়েই পাশাপাশি বাড়ির বাসিন্দা। এটি মারামারি ঘটনা। আহত সাইফুদ্দিনের পরিবার থেকে লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।