ভৈরব সফরে ব্রুনাইয়ের হাইকমিশনার

কিশোরগঞ্জের ভৈরব সফর করছেন ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমান। শনিবার সকাল ৯টায় ভৈরব পৌঁছান তিনি। সফরে তিনি মিঠা পানির মাছ আহরণ এবং বিক্রয় কেন্দ্র সরজমিন পরিদর্শন করবেন। হাইকমিশনারের মুখপাত্র সাইমন হোসাইন সাঈফ জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে ব্রুনাই সফর করেন। সেসময় ব্রুনাইয়ের সুলতান হাসসান আল-বলকিয়াহর উপস্থিতিতে ৫টি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

যার একটি হচ্ছে মিঠা পানির মৎস্য আহরণ এবং এক্ষেত্রে ব্রুনাই কিভাবে প্রযুক্তিগত সহায়তা দিতে পারে এই সংক্রান্ত। বাংলাদেশ হচ্ছে মিঠা পানির মাছের জন্য সারা বিশ্বের মধ্যে চতুর্থ। কিশোরগঞ্জ এই এলাকাটি হচ্ছে এই মাছের অন্যতম আধার। চুক্তি বাস্তবায়নের ধারাবাহিকতায় সরজমিনে এই এলাকা পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন হাইকমিশনার।

Share this post

scroll to top