ময়মনসিংহের পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন এর আমন্ত্রনে পুলিশ সুপারের বাসভবনে নৈশ ভোজের দাওয়াতে অংশ নেনে এপার ওপার বাংলার কিংবদন্তী গায়িকা মিতালী মুখার্জী।
পুলিশ সুপারের বাসভবনে ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি সকলের অনুরোধে আকস্মিক গানও পরিবেশন করেন। উক্ত নৈশ ভোজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি ডিআইজি, মো: আক্কাছ উদ্দিন ভূইয়া, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র সরকার, পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন, ও র্যাব-১৪ এর অধিনায়ক। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে বরেণ্যে শিল্পী মিতালী মুখার্জীর সঙ্গে সঙ্গীত পরিবেশন করেন ময়মনসিংহের সাংষ্কৃতিকমনা মেধাবী পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন ও সুরাইয়া সুলতানা (মিসেস পুলিশ সুপার)। উপস্থিত অতিথিগণ এসময় “যেটুকু সময় তুমি থাক পাশে” গানটি উপভোগ করেন।