বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, জ্বালানি তেল, গ্যাসের মূল্য বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী শনিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিতব্য মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে। তার পরিবর্তে গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ওইদিন (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালিত হবে। উক্ত গণঅনশন কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হলো।