১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও প্যারাকমান্ডো ব্রিগেড রানার্সআপ

কক্সবাজারের রামু সেনানিবাসে পাঁচ দিনব্যাপী আন্তঃফরমেশন অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও প্যারাকমান্ডো ব্রিগেড রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

গত ১৪ নভেম্বর শুরু হওয়া প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৬টি বড় ও ছোট ফরমেশন দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশনের সৈনিক মো. খালিদ প্রথম শ্রেষ্ঠ প্রতিযোগী এবং ১৯ পদাতিক ডিভিশনের সৈনিক পলাশ পারভেজ দ্বিতীয় শ্রেষ্ঠ প্রতিযোগী হন।

বৃহস্পতিবার সমাপনী দিনে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. ফখরুল আহসান প্রধান অতিথি হিসেবে শ্রেষ্ঠ দলসমূহের মহড়া প্রদর্শন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

রামু সেনানিবাসের জনসংযোগ সূত্র জানায়, সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন সদর দপ্তরের তত্ত্বাবধানে আন্তঃফরমেশন অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২১ গত ১৪ নভেম্বর শুরু হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ১৬টি বড় ও ছোট ফরমেশন দলের অংশগ্রহণে প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন রামু চ্যাম্পিয়ন ও প্যারাকমান্ডো ব্রিগেড রানার্সআপ হয়। ১৮ নভেম্বর সমাপনী দিনে প্রতিযোগিতায় ১ম শ্রেষ্ঠ হওয়া ১০ পদাতিক ডিভিশনের সৈনিক মো. খালিদ এবং দ্বিতীয় শ্রেষ্ঠ ১৯ পদাতিক ডিভিশনের সৈনিক পলাশ পারভেজকে পুরস্কৃত করেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. ফখরুল আহসান। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ দলসমূহের মহড়া প্রদর্শনও করেন।

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কালে সেনাসদর হতে সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক, রামু সেনানিবাসের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাসদর ও আর্টডকের প্রতিনিধি অফিসার এবং কক্সবাজার এরিয়ার সব অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top