ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক রুহুল আমিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করে অনাস্থা কার্যকরের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা জাতীয়তাবাদী তাঁতীদলের সদস্য সচিব শহীদ আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম-আহ্বায়ক জিয়াউল হাসান, মোস্তাকিন হোসেন, মফিজুল ইসলাম, হেলাল উদ্দিন সরকার ও উজ্জ্বল মিয়া। এসময় তাঁতীদলের সাবেক ও বর্তমান কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।