জামালপুরে রেললাইনে গাড়ি বিকল, অল্পের জন্য রক্ষা পেলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা

জামালপুরে রেল ক্রসিং অতিক্রম করার সময় বন্ধ হয়ে যায় কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি মাইক্রোবাসের ইঞ্জিন। এতে অল্পের জন্য প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাসহ তিন জন প্রাণে রক্ষা পেলেও ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে গাড়িটি।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে জামালপুর শহরের বনপাড়া এলাকায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

আঞ্চলিক কৃষি গবেষণা ইনিস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল কাদির জানান, শেরপুর সরেজমিন গবেষণা বিভাগে কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান ও বৈজ্ঞানিক সহকারী পানাউল্লাহ অফিসের গাড়িতে করে শেরপুর থেকে জামালপুর ফিরছিলেন। ফেরার সময় জামালপুর পৌর শহরের বনপাড়া এলাকায় লেভেল ক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। একই সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি লেভেল ক্রসিং থেকে কিছুটা অদূরে ছিল।

তিনি আরও জানান, ট্রেন আসতে দেখে গাড়ি থেকে নেমে পড়েন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান ও বৈজ্ঞানিক সহকারী পানাউল্লাহ। কিন্তু গাড়িটি সচল করতে চেষ্টা চালিয়ে যান চালক মেগনাথ গোপ। অনেক চেষ্টা করেও গাড়ি সচল করতে না পারায় চালক পরে গাড়ি থেকে নেমে পড়েন। এ সময় ট্রেন গাড়িটিকে ধাক্কা দিয়ে প্রায় ৩০০ গজ দূরে নিয়ে যায় এবং ট্রেনটি কিছু সময় দাঁড়িয়ে থাকে। দুর্ঘটনায় গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিন আরোহী।

Share this post

scroll to top