ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে অপহরণের দুই মাস পাঁচদিন পর কিশোরীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার (১৫ নভেম্বর) গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকা থেকে ওই তাকে উদ্ধার করা হয়।
এর আগে গত সেপ্টেম্বর মাসে নিজ বাড়ি থেকে ওই কিশোরীকে অপহরণ করে ফুফাতো ভাই শরীফ। তিনি একই উপজেলা সাধুরগোলা গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে।
পিবিআইয়ের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। শরীফ মিয়া তাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। বিষয়টি শরীফের বাবা-মাকে জানানো হয়। ক্ষোভে ওই কিশোরীকে অপহরণ করে গাজীপুর জেলার কোনাবাড়ী নিয়ে যান শরীফ। সেখানে ওই কিশোরীকে জোরপূর্বক বিয়ে করে সংসার করছিলেন তারা।
এ ঘটনায় কিশোরীর বাবা আদালতে মামলা করেন। পরে মামলাটি গত ৫ নভেম্বর তদন্তের দায়িত্ব পায় ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।