জেলার গজারিয়া উপজেলায় দুপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন।
এছাড়া এ দুর্ঘটনায় আজ্ঞাত এক নারী গুরুতর আহত হয়।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা গ্রামীণ ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার সিদ্দিকুর রহমান (৭০), তার স্ত্রী জেসমিন সুলতানা (৫৫) ও প্রাইভেটকার চালক আব্দুল্লাহ সরকার (৩৩)।
আহত নারীকে প্রথমে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা পাঠানো হয়েছে।
ভবেরচর পুলিশ ফাঁড়ির এসআই বিল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে একটি কাভার্ড ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। এসময় ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে এসে ধাক্কা দিয়ে কাভার্ড ভ্যানটির ভিতরে ঢুকে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা সিদ্দিকুর রহমান, তার স্ত্রী ও গাড়িচালক নিহত হন।
এ পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও প্রাইভেটকার আটক করা হয়েছে।