ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ১৯ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ থেকে আট সপ্তাহের আগাম জামিন পাওয়া বিএনপিপন্থী ১১ আইনজীবির জামিনের মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার (১৬ নভেম্বর)।
এদিন অবশ্য এই আইনজীবিরা ময়মনসিংহ জেলা জজ আদালতে আত্মপক্ষ সমর্থন করে শুনানিতে অংশ নিবে বলে আদালত সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তবে শুনানির দিন এই ১১ আইনজীবির পরবর্তী জামিন বাতিল হতে পারে বলে জানিয়েছে বেশ কয়েকজন আইনজীবি। এনিয়ে সোমবার (১৫ নভেম্বর) বিকেল থেকেই উত্তেজনা বিরাজ করছে ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতিতে।
উল্লেখ্য, ময়মনসিংহে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ মিছিল কর্মসূচীতে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর স্লোগান দেয়ার অভিযোগে ১৪ সেপ্টেম্বর রাতে জেলা বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট নুরুল হকসহ ১১ আইনজীবীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব এ্যাডভোকেট মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ।
মামলার অপর আসামিরা হচ্ছেন- ওসমান গনি মল্লিক, মাহবুবুর রশিদ তামান্না, জহিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, রেজাউল করিম চৌধুরী, রাইসুল ইসলাম, আরিফুল ইসলাম সোহাগ, তোফাজ্জল হোসেন, আহসানুল্লাহ আনার ও শামসুন্নাহার। অভিযোগে বলা হয়, মানহানিকর ও উস্কানিমূলক স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।
এব্যাপারে ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি এডভোকেট মো. এমদাদুল হক বলেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের উচিত আইনীভাবে মোকাবিলা করা। কোর্ট প্রাঙ্গনে পরিবেশ নষ্ট করা ঠিক নয়।